বেশ কয়েকটি ফ্লপের পর পর দুটি হিট সিনেমার দেখা পেলেন হৃতিক রোশন। তাও আবার একদম বিপরীতে অবতারে হাজির হন তিনি।
‘সুপার থার্টি’ সিনেমায় হৃতিক ছিলেন বিহারের এক গণিত শিক্ষক, এরপর ‘ওয়ার’-এ গুপ্তচর। দুই ছবিতে তার ফিটনেসের আকাশ-পাতাল পার্থক্য। কীভাবে কয়েক মাসের মধ্যে নিজেকে আমূল বদলে ফেললেন নায়ক? ভিডিও শেয়ার করে এই তথ্য দিলেন হৃতিক নিজেই।
গণিতের শিক্ষক আনন্দ কুমার চরিত্রটি আসলেই চ্যালেঞ্জ ছিল। বলিউডের গ্রিক গড হিসেবে পরিচিতি এই নায়ক কীভাবে নিম্নবিত্ত শিক্ষক হবেন? ওই চরিত্রের জন্য শুধু ভোজপুরি ভাষার তালিম নেননি হৃতিক, বরং নিজের অতিপ্রিয় চেহারাও ভেঙে ফেলেছিলেন। তার কোমর হয়ে গিয়েছিল ৩৮ ইঞ্চি।
‘সুপার থার্টি’র পর ‘ওয়ার’ হাতে নেন হৃতিক রোশন। এখানে তিনি হাজির হন গ্রিক গড অবতারে। প্রতিযোগী হিসেবে সঙ্গে ছিলেন টাইগার শ্রফের মতো উঠতি তারকা। সেই চ্যালেঞ্জ গ্রহণ করে মাত্র কয়েক মাসে অসাধ্যসাধন করেন। ৩৮ থেকে কোমর কমিয়ে এনেছেন ৩০ ইঞ্চিতে।
সুঠাম চেহারা পেতে প্রচুর পরিশ্রম করতে হয়েছে নায়ককে। জিমে রীতিমতো নিজেকে নিংড়ে দিয়েছেন হৃতিক। সদ্য প্রকাশিত ভিডিও তা আরেকবার জানালো।
‘ওয়ার’ মাত্র ৮ দিনে সাড়ে ২২৮ কোটি রুপি ব্যবসা করেছে। ৩০০ কোটি রুপি পার করে দেবে বলে মনে করছেন বলিউডের বাণিজ্য বিশেষজ্ঞরা।
এর আগে ‘দঙ্গল’ ছবির জন্য ওজন বাড়িয়েছিলেন আমির খান। আবার একই ছবিতে কয়েক সেকেন্ডের দৃশ্যে এইট প্যাকস অ্যাবসেও দেখা গিয়েছিল তাকে। এই ফিটনেস পেতে আমির খানকে কয়েক মাস খাটতে হয়েছে। এক সময় সেই ভিডিও ভাইরাল হয়ে যায়।